সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করা ১৭ জনের মধ্যে ১ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। রোববার মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের শেষ দিনে ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যান প্রার্থী ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর মনোনয়ন পত্র বাতিল করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও রিটার্নিং অফিসার। বিষয়টি নিশ্চত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করা ৭ জনের মধ্যে বর্তমান উপজেলা চেয়াম্যান ফজলুর রহমান, বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামীলীগ নেতা, আওলাদ আলী রেজা, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম কিরন, মাহমুদ আলী, এবং আওয়ামীলীগ নেতা আমজাদ আলীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আতাউল হক, ইজাজুল হক রনি, আফজাল হোসেন, আব্দুল জব্বার খোকন, নজরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, শহীদুজ্জামান, রকিব আহমদ এবং আব্দুস ছামাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে।##