সেলিম মাহবুব,সিলেট:
নাসিং ও মিড ওয়াইফারী অধিদপ্তরের মহা পরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নাসিং মিডওয়াইফারি কাউন্সিলর, প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক উক্ত পদ গুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবীতে ছাতকে নাসিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে নার্সদের পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে পতাকা মিছিলটি শুরু হয়ে শহরের জিরো পয়েন্ট পযর্ন্ত প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। মিছিলে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স স্মৃতি মন্ডল, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক নীলু চিসিম, সমন্বয়ক পাপিয়া আক্তার জলি, মিডওয়াইফ শাবানা, মিডওয়াইফ এসএসএন সমরিয়া সহ স্টাফ নার্স, মিডওয়ইফগন উপস্থিত ছিলেন। মিছিলে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করেন নার্সরা।##