সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়ার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। ২৭ মে আদালতে জামিন প্রার্থনা করা হলে আদালত রুবেল মিয়ার জামিন আবেদন না মঞ্জুর করেন। ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়ার হামলায় গুরুতর আহত ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গত ২৩ মে বৃহস্পতিবার রাতে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। গত মঙ্গলবার ২১ মে সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শংকরী রানী দে’র উপর হামলা করে বিদ্যালয়ের নৈশ প্রহরী কাম দপ্তরী রুবেল মিয়া। দপ্তরী কাম নৈশ প্রহরী রুবেল মিয়া ভাতগাঁও গ্রামের মোঃ কাচা মিয়ার পুত্র। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে খবর পেয়ে সে গত শুক্রবার সকালে পুলিশের কাছে আত্মসমর্পণ করলে শিক্ষিকার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।##