May 31, 2024, 3:57 pm
শিরোনাম :
নাটোরে ভোক্তা অধিকারের অভিযান, ছয় প্রতিষ্ঠানকে ১লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা মোহনপুর(টিটিসিতে) বিশ্ব তামাক দিবস উপলক্ষ্যে মতবিনিময় সভা ও মানববন্ধন ছাতকে শিক্ষিকার মামলায় বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ছাতকে শিক্ষিকার মামলায় বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বিশ্ব তামাক মুক্ত দিবসে নড়াইল পৌরসভাকে তামাকমুক্ত ঘোষণা নজরকাড়া নিরাপত্তা র মধ্যে দিয়ে আগামী কাল ভারতের শেষ দফায় লোকসভা র নির্বাচন। মনোহরদীতে পল্লী বিদ্যুৎ এর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা নওগাঁর মহাদেবপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালিত শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা বাঘার সোনাদহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ

নজরকাড়া নিরাপত্তা র মধ্যে দিয়ে আগামী কাল ভারতের শেষ দফায় লোকসভা র নির্বাচন।

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম.

ভারতের লোকসভা র নির্বাচন শেষ দফায় আয়োজিত হতে চলেছে। আগামী কাল ১লা, জুন ঠিক সকাল ৭টায়, থেকে ভোট দিতে পারবেন ভারতের নাগরিক। এই শেষ দফায় নির্বাচনের আগে কড়া নিরাপত্তা য় মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন যায়গায়। প্রতিটি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। অত্যাধুনিক প্রযুক্তির আগ্নেয় অস্ত্র নিয়ে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সাথে থাকবে রাজ্যের পুলিশ। ভারতের মুখ্য নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে কোন গন্ডগোল ও ঝামেলা বরদাস্ত করা হবে না। তাই সি সি টিভি ক্যামেরা ব্যবহার করা হবে বুথে। পশ্চিম বাংলা র কলকাতা সহ যাদবপুর লোকসভা কেন্দ্র এবং জয়নগর মথুরাপুর লোকসভা কেন্দ্র এবং ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র সহ আরো অনেক কেন্দ্র এ ভোট হবে। আজ থেকে আসতে চলেছে ভোট নিতে আসা কর্মীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন যায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস এবং ডায়মন্ডহারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস এবং সুন্দর বন জেলা পুলিশ সুপার সকলেই কড়া নিরাপত্তা র মধ্যে ভোট করাতে বদ্ধ পরিকর। আগামী ৪ই, জুন ভারতের লোকসভা র ভোট গণনা শুরু হবে। সাথে সাথে ভাগ্য পরিবর্তন করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের। এবারের নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের সাথে অবিজেপি জোট সরকার গঠন করতে ইন্ডিয়া টিম তৈরি করা হয়। কিন্তু ভোট শুরু হবার আগেই এই জোট ভেঙে বের হয়ে আসে তৃনমূল দল। বর্তমানে বি জে পি জোট এন ডি এ ফের ক্ষমতায় আসবে না, আবার ভারতের নাগরিকরা ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে টিম ইন্ডিয়া ক্ষমতা দখল করতে পারে, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪,ই, জুন পর্যন্ত।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা