May 11, 2024, 4:20 am
শিরোনাম :
প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর। ভারতের পশ্চিম বাংলা পুলিশের অধীনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলায় হরিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে পুলিশ। ইসলাম একত্র বাদের জীবন যাপন বিনা বিবাহে অনুমোদন করে না, জানাল এলাহাবাদ হাইকোর্ট। রেলমন্ত্রীর সাথে রাসিক মেয়র লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ লোহাগড়ায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ লক্ষ্মীপুরে ব্যবসায়ী বসতঘরে হামলা-ভাঙচুর, আহত -৩ রাজশাহীকে নিয়ে উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন- রাবি সিটি মেয়র লিটন জয়পুরহাটে মিনফুজুর, দুলাল ও মোকছেদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কামাল হোসেন রাজ নির্বাচিত।। সাড়ে ৩ কোটি টাকার হেরোইনসহ রাজশাহীতে ২ মাদক কারবারি আটক

নড়াইলের মাইজপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন প্রয়াত চেয়ারম্যান জসীম মোল্যার সহধর্মিণী সফুরা খাতুন বেলি

খন্দকার ছদরুজ্জামান,
জেলা প্রতিনিধি নড়াইল:

নড়াইলের মাইজপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছে, প্রয়াত চেয়ারম্যান জসীম মোল্যার সহধর্মিণী সফুরা খাতুন বেলি। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে আনারস প্রতীকে ৫ হাজার ২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সফুরা খাতুন (বেলী)। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো: জিল্লুর রহমান (টেবিল ফ্যান) প্রতীক পেয়েছেন ২ হাজার ৭৮০ ভোট।

রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ।
এর আগে সকাল ৮টায় শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৬ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতা করেন। এই ইউনিয়নের ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ১৯ হাজার ৭৬৯ জন।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান জসীম মোল্যা গত ৫ ফেব্রুয়ারি দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণে পদটি শূন্য হলে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যান জসীম মোল্যার স্ত্রী সফুরা খাতুন বেলী (আনারস) প্রতীকে নির্বাচন করেন। নির্বাচনে ৫ হাজার ২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা