February 24, 2025, 4:31 pm
শিরোনাম :
ফকরুদ্দিনের মতো আপনাকে অপমান জনক ভাবে বিদায় করতে চাই না, আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই -নাটোরে অ্যাডঃ আহমেদ আযম খান নাটোরে গুরুদাসপুর উপজেলার ৬ নং চাপিলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিশাল শোডাউন ও খাওয়ার আয়োজন নাটোরে পূর্ব শক্রতার জেরে অর্ধশতাধিক  কলা গাছ কর্তন পুলিশি বাধায় বন্ধ হলো ৫০ বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ যাত্রাপালা নাটোরের বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত। নাটোরের সিংড়া উপজেলায় ১২ নং রামানন্দর খাজুরা ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোরের লালপুর উপজেলায় ৬ নং দুয়ারিয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোরের লালপুর উপজেলায় ৯ নং অর্জুনপুর বরমহাটী ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত নাটোরে ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আয়োজনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ

নাটোরে পূর্ব শক্রতার জেরে অর্ধশতাধিক  কলা গাছ কর্তন

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে অর্ধশতাধিক কলা গাছ কর্তন ও পেঁয়ারা লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার(২৩ ফেব্রুয়ারি) ভোরে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী কৃষক মো. আল মাসুম বলেন, দুই বছর আগে ৩ বিঘা জমিতে কলা গাছ রোপন করি। প্রতিটি কলা গাছে কলার এসেছে। রোববার ভোরে পূর্ব শক্রতার জেরে মোকসে’র নেতৃত্বে তাঁর ছেলে শহিদুল ও তাদের পক্ষের সোহাগ, আসাদুল, সুমন আমার বাগানে এসে জোরপূর্বক ৫০টি কলা গাছ কর্তন করে। এতে আমার প্রায় ২৫/৩০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়। একই সময় আমার ৪ বিঘা জমিতে রোপন করা ১০/১২ মণ পেঁয়ারা লুট করে নিয়ে যায় তারা। এসময় আমরা বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা আমাদের ভয়ভীতি ও মারমুখী আচরণ করেন। পরে আমরা ৯৯৯ নম্বরে ফোন করলে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।

অভিযুক্ত মোকসেদ বলেন, এই সম্পত্তি আমার শ্বাশুড়ির এবং ওয়ারিশ সূত্রে

আমার স্ত্রী মালিক। উক্ত জমির খাজনা ও খারিজ আমার স্ত্রী নামে পরিশোধ। কিন্তু আমার শ্যালকরা জবর-দখল করে ভোগ করে আসছে। ওই জমি আমার স্ত্রী ভাগ দাবী করলে তারা ভাগ না দিয়ে উল্টো আমাদের হুমকি-ধামকি দেয়। আজ আমার স্ত্রী তার ভাগের জমির অংশের কলা কেটটে নেয়। এ বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।

সিংড়া থানা পুলিশের কর্মকর্তা তদন্ত ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। বিষয়টি তাদের নিজের ভিতর জমিজমা সংক্রান্ত। যেহুত এ বিষয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা