নাটোর প্রতিনিধি
বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নাটোরে সেনা অভিযান শুরু হয়েছে।
আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার রাত ১০ টা থেকে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বর থেকে এই অভিযান শুরু করেন তারা। এ সময় সেনার সদস্যরা বিভিন্ন যানবাহন তল্লাশি করেন। দায়িত্বপ্রাপ্তরা জানান, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতির কারণে বেসামরিক প্রশাসনের পাশাপাশি তারাও অভিযানে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য ৫ আগস্ট এর পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতিশীল অবস্থার কারণে সারাদেশে বেসামরিক আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তাদের সহায়তা করতে সেনা মোতায়েন করা হয়। এরমধ্যে দুই মাস করে দুইবার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয়। তারপরেও পরিস্থিতি উন্নতি না হওয়ায় আজ থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযান শুরু করে।