May 9, 2024, 10:28 am
শিরোনাম :
সাড়ে ৩ কোটি টাকার হেরোইনসহ রাজশাহীতে ২ মাদক কারবারি আটক বাংলাদেশে উপজেলা নির্বাচনে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য মোতায়েন।। ভোটের আগে বারুইপুর জেলা পুলিশের বড় সাফল্য, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার কলেজ পড়ুয়া। ছাতকে কৃষকদের মাঝে কৃষিপূন্য ও কৃষি যন্ত্রপাতি বিতরণ মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাকিলের মাধ্যমে ২০ বছর আগে হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেল তার ভাই সুজন. পূর্বধলা কে স্মার্ট উপজেলায় উন্নয়নে করে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী নয়ন “ কাল বৈশাখী র তান্ডবে তছনছ দক্ষিণ চব্বিশ পরগনার বহু এলাকা। লোহাগড়ায় আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে ট্রাফিক পুলিশের সাড়াশি অভিযান. ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে শোকজ রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচী।

নারায়ণগঞ্জে আইন কলেজের শিক্ষার্থীদেট উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ

ফাতেমা আক্তার মাহমুদা ইভা, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ আইন কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে অসহায় রিকশা চালক, দিনমজুর ও পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করে আইন কলেজের শিক্ষার্থীরা। নারায়ণগঞ্জ আইন কলেজ গেটে বিতরণ শুরু করে শহরের প্রাণ কেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারে এসে বিতরণ শেষ করা হয়।

এ সময় আইন কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা ইভা , ঝলক রূপক, ফারিয়া, দোলা, রিয়া, রুনা, মাসরুর, ইমন, রানা, বিপ্লব, আলামিন, সুজন, শাওন প্রমুখ উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন। তাদের এ মানবিক কাজ দেখে অনেকে তাদের সাধুবাদ জানান।

কর্মজীবীরা তারা সারাদিন রোদে পুড়ে পরিশ্রম করে। কয়েকজন রিক্সা চালক তাদের অনুভূতি প্রকাশ করে জানান, আইন কলেজের ছাত্র ছাত্রীরা এই গরমে আমাদের পাশে দাড়িয়েছেন। পানি ও স্যালাইন দিচ্ছেন এটি ভালো উদ্যোগ। আমরা এই ছাত্র ছাত্রীদের জন্য মন থেকে দোয়া করি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আইন কলেজ এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শেষ পর্বের শিক্ষার্থী, সাংবাদিক এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক, বঙ্গবন্ধু শিশু ও কিশোর মেলা সংগঠনের প্রচার সম্পাদক, নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক ফাতেমা আক্তার মাহমুদা ইভা জানান, তীব্র গরমে মানুষের জনের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যেখানে প্রায় প্রতিদিনই অসহনীয় ভাবে তাপমাত্রা বাড়ছে। এতে মানুষের কাজকর্ম করা অনেক কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আমরা অসহায় মানুষদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করছি। তাপমাত্রা এমন থাকলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা