স্টাফ রিপোর্টারঃ–
নাটোরের বাগাতিপাড়ায় শতাধিক অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে , ঈদ সামগ্রী বিতরণ করেছেন, বাঁধনে জামনগর সংগঠন।
দৈনন্দিন খেটে খাওয়া সাধারন মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে প্রতি বছরের ন্যায় সংগঠনটির এই উদ্যোগ।
রবিবার সকাল থেকে বাঁধনে জামনগর সংগঠনের স্থায়ী কার্যালয় থেকে জামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ওই সংগঠন।
প্রত্যেক পরিবারকে সেমাই, চিনি,দুধ,ময়দা,পোলাও চাল,সয়াবিন তেল,সাবান, শ্যাম্পু, মুড়ি ইত্যাদি বিতরণ করেন বাঁধনে জামনগর সংগঠন।
মো:মশিউর রহমান সুজনের সঞ্চালনায়
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাঁধনে জামনগর সংগঠনের সভাপতি,মোঃমুকিম উদ্দিন,মোঃমমিনুজ্জামান সোহাগ সহ- সভাপতি বাঁধনে জামনগর, কে এম নুরুজ্জামান, মুঞ্জরুল রহমান মিন্টু,ফিরোজ হাসান, মহুরুল ইসলাম, আরিফুজ্জামান বাবু, সাইদুজ্জামান মিন্টু,মো: রবিউল ইসলাম পারভেজ, আরাফাত রহমান প্রমুখ।
বাঁধনে জামনগর সংগঠনের, সভাপতি বলেন, দৈনন্দিন খেটে খাওয়া অসহায় এবং দু:স্থ পরিবারের মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
তিনি আরও বলেন, বাগাতিপাড়া উপজেলা, বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে আমাদের বাঁধনে জামনগর সংগঠন অসহায়দের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছে।
আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।