খন্দকার ছদরুজ্জামান,জেলা প্রতিনিধি নড়াইল:
“তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই স্লোগানে নড়াইলে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৪ পালিত হয়েছে। ৩১মে সকাল দশটায় নড়াইল পৌরসভার মেয়র এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি নড়াইল পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে একই স্থানে এসে শেষ হয়।
আপনার তৈরি প্রোডাক্টের মোড়ক ও কার্টুন কোথায় কিভাবে তৈরি করবেন, কোথায় তৈরি করবেন এটা ভাবছেন…?
এখনই যোগাযোগ করুন।
প্রোপাইটার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী.
শনির আখড়া মাউতাইল ঢাকা।
জরুরি প্রয়োজনে:- ০১৬৮৯-৫১৬০৩৩.
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমানারা বলেন, আজ থেকে নড়াইল পৌরসভার অফিস চত্বর তামাকমুক্ত ঘোষণা করা হলো। এবং পর্যায়ক্রমে পুরা পৌরসভা কে তামাকমুক্ত করা হবে।
তিনি আরো জানান, নড়াইল পৌরসভার সেবা নিতে আসতে হলে নিজেকে তামাকমুক্ত করে আসতে হবে। তা না হলে কোন সেবা দেওয়া হবে না।