সেলিম মাহবুব,সিলেট:
২০২২ সালের বন্যা, কভিড-১৯ মোকাবিলা সহ বিভিন্ন সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট কর্তৃক ইউনিট পর্যায়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক (সোশ্যাল এক্টিভিটি) হিসেবে নির্বাচিত হয়েছেন ছাতকের মোঃ মাজহারুজ্জামান খাঁন। তিনি যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের বন্ধুত্ব বিভাগের বিভাগীয় উপ প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়াও তিনি উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, ছাতক উপজেলা শাখার সভাপতি ও রাজগাঁও যুব ও সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক। গত ৮মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আয়োজনে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্টানে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মোঃ মাজহারুজ্জামান খাঁন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে তাঁর হাতে সন্মাননা স্মারক তুলে দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দীন খাঁন ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুর রহমান জামিল।##