লালপুর (নাটোর) সংবাদদাতা:
নাটোরের লালপুরে জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (৩ মে) বিকালে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, রিপন আলীর নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র হাসুয়া ও লাঠিসোটা নিয়ে প্রতিবেশী আজমীরা বেগম, (স্বামী: আসলাম হোসেন) এর বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়।
ভুক্তভোগী আজমীরা বেগম জানান, সাত বছর ধরে আমরা অত্যাচারিত, প্রতিবাদ করলে বড় বড় হাসুয়া নিয়ে হামলা করতে আসে, আমার স্বামীকে মারার জন্য হাসুয়া নিয়ে রাস্তায় বসে থাকে, জীবনের ভয়ে ঘরে বন্ধ হয়ে থাকি, আমরা বাচতে চাই।
এবিষয়ে অভিযুক্ত রিপন আলীর সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি, রিপনের ভাই মিলন অভিযোগ অস্বীকার করে, পাল্টা হামলার অভিযোগ করেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, আমি ছুটিতে আছি, আমি দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছি।