মীর ইমরান- মাদারীপুর।
দারীপুরের শিবচরে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা,সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবচর উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন নোমানের দিকনির্দেশনায়,শুক্রবার (৩১ মে) বিকেল ৫টা ৩০মিনিটের সময় মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের বিএনপি কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা আয়োজিত।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উমেদপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শহিদ দরানী,উমেদপুর ইউনিয়ন বিএনপি নেতা,মোঃ জিয়া খালাসী,কাদিরপুর ইউনিয়ন বিএনপি নেতা,মোঃ সাহাবউদ্দিন ঢালী,ভদ্রাসন ইউনিয়ন বিএনপির নেতা,মোঃ ইলিয়াস হোসেন খান,দোয়া ও মিলাদ মাহফিল,আরো উপস্থিত ছিলেন উমেদপুর,কাদিরপুর,ভদ্রাসন ইউনিয়নের বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।