সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে ক্ষুদ্র ব্যবসায়ী সংগঠন ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৮ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভোট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ। উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের একজন সরকারী প্রতিনিধি ভোট গ্রহন কার্যক্রম পরিচালনা করেছেন। নির্বাচনে ৫টি পদেও বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাতে ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে ১৯৫ জন ভোটারের মধ্যে ১৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৯৫ ভোট আব্দুস ছাত্তার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ নেওয়াজ চৌধুরী পেয়েছেন ৭৪ ভোট। সহ সভাপতি ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন সুয়েব আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এখলাছুর রহমান খালেছ পেয়েছেন ৫২ ভোট। সাধারন সম্পাদক পদে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হন দিলোয়ার হোসেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি খলিলুর রহমান পেয়েছেন ৭ ভোট। কোষাধ্যক্ষ পদে সর্বোচ্চ ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন জানে আলম। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আব্দুর রহমান পেয়েছেন ৫৬ ভোট। সদস্য পদে কামাল উদ্দিন, ইউসুফ আলী, জয়নুল মিয়া, আব্দুল হাকিম, ফয়সল আহমদ মামুন নির্বাচিত হয়েছেন । নির্বাচন পরিচালনা করেন সমিতির আলী রাজ, মিজানুর রহমান ও আমিনুর রহমান মবিন। ##