October 12, 2024, 3:05 pm
শিরোনাম :
ছাতকে নামাজি শিশুদের  মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন লতিফিয়া স্টুডেন্ট ও যুব ফোরাম বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির মেহেরপুরে পরিবেশক ঐক্যের বনভোজন অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।  নড়াইল পহরডাঙ্গা বিএনপি মতবিনিময় সভা লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে মহা অষ্ঠমীতে কুমারী পূজা, হাজারো দর্শণার্থীর ভিড় মৌলভীবাজারের সাতটি উপজেলায় এক হাজার তিনটি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারো।রহিম বাদশার।দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ।

সিলেটে ডিবি পরিচয়ে মহিষ ভর্তি ট্রাক ছিনতাই, ভূয়া ডিবি ৩ জন গ্রেফতার

সেলিম মাহবুব:

সিলেটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মহিষ ভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে। সিলেট সিটির ৪২ নং ওয়ার্ড শ্রীরামপুর এলাকায় শাহরপরাণ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। পরে মহিষের ট্রাকের চালক ও তার সহকারীর চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে ৩ জনকে আটক করে এসএমপির মোগলাবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ছিনতাই ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোগলা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন। স্থানীয়, পুলিশ ও মহিষের ট্রাকের চালক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ঢ ১২-২৬৫৫) করে ৮টি মহিষ নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন চালক ও তার সহকারী। কিন্তু শাহপরাণ বাইপাসে প্রবেশের পর থেকেই একটি সাদা রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ ১৪-৬৮৪১) তাদের ফলো করতে শুরু করে। ট্রাকটি ক্যান্টনমেন্ট এলাকা এবং র‍‍্যাব-৯ সদর দপ্তর পেরিয়ে শ্রীরামপুর বাই পাস এলাকায় আসলে মাইক্রোবাস দিয়ে ট্রাকের গতিরোধ করা হয়। এসময় মাইক্রোবাসে থাকা ৭-৮ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ট্রাক চালক ও সহকারীকে গাড়ি থেকে নামিয়ে ছিনতাইকারীদের ৩ জন লোক ট্রাকে উঠে গোলাপগঞ্জের দিকে রওয়ানা হয় ট্রাক নিয়ে। বাকিরা ট্রাকের চালক ও সহকারীকে জিম্মি করে মাইক্রোবাসে তুলে ফেঞ্চুগঞ্জ সড়কে নিয়ে আসে এবং ছিনতাইকারীদের গাড়ি প্রগতি পেট্রোল পাম্পের সামনে আসা মাত্র ট্রাকের চালক ও সহকারী মিলে চিৎকার এবং ধস্তা ধস্তি শুরু করেন ছিনতাইকারীদের সঙ্গে। এসময় স্থানীয়রা ধাওয়া করে ধরে মাইক্রোবাসকে। তবে ছিনতাইকারীদের ৩ জনকে আটক করা গেলেও পালিয়ে যায় বাকীরা। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী ৩ জনকে থানায় নিয়ে যায়।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা