সেলিম মাহবুব:
সিলেটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মহিষ ভর্তি একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে। সিলেট সিটির ৪২ নং ওয়ার্ড শ্রীরামপুর এলাকায় শাহরপরাণ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। পরে মহিষের ট্রাকের চালক ও তার সহকারীর চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে ৩ জনকে আটক করে এসএমপির মোগলাবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ছিনতাই ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোগলা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন। স্থানীয়, পুলিশ ও মহিষের ট্রাকের চালক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ঢ ১২-২৬৫৫) করে ৮টি মহিষ নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন চালক ও তার সহকারী। কিন্তু শাহপরাণ বাইপাসে প্রবেশের পর থেকেই একটি সাদা রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ ১৪-৬৮৪১) তাদের ফলো করতে শুরু করে। ট্রাকটি ক্যান্টনমেন্ট এলাকা এবং র্যাব-৯ সদর দপ্তর পেরিয়ে শ্রীরামপুর বাই পাস এলাকায় আসলে মাইক্রোবাস দিয়ে ট্রাকের গতিরোধ করা হয়। এসময় মাইক্রোবাসে থাকা ৭-৮ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ট্রাক চালক ও সহকারীকে গাড়ি থেকে নামিয়ে ছিনতাইকারীদের ৩ জন লোক ট্রাকে উঠে গোলাপগঞ্জের দিকে রওয়ানা হয় ট্রাক নিয়ে। বাকিরা ট্রাকের চালক ও সহকারীকে জিম্মি করে মাইক্রোবাসে তুলে ফেঞ্চুগঞ্জ সড়কে নিয়ে আসে এবং ছিনতাইকারীদের গাড়ি প্রগতি পেট্রোল পাম্পের সামনে আসা মাত্র ট্রাকের চালক ও সহকারী মিলে চিৎকার এবং ধস্তা ধস্তি শুরু করেন ছিনতাইকারীদের সঙ্গে। এসময় স্থানীয়রা ধাওয়া করে ধরে মাইক্রোবাসকে। তবে ছিনতাইকারীদের ৩ জনকে আটক করা গেলেও পালিয়ে যায় বাকীরা। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী ৩ জনকে থানায় নিয়ে যায়।##