October 13, 2024, 9:14 pm
শিরোনাম :
ছাতকে নামাজি শিশুদের  মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন লতিফিয়া স্টুডেন্ট ও যুব ফোরাম বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির মেহেরপুরে পরিবেশক ঐক্যের বনভোজন অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।  নড়াইল পহরডাঙ্গা বিএনপি মতবিনিময় সভা লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে মহা অষ্ঠমীতে কুমারী পূজা, হাজারো দর্শণার্থীর ভিড় মৌলভীবাজারের সাতটি উপজেলায় এক হাজার তিনটি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারো।রহিম বাদশার।দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ।

স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরীর, ‌ এলাকায় শোকের ছায়া।

ভারতের মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিবেদক । 

আজ ১৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়ি পালের এলাবনী গ্রামে , চাঁদড়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল এই কিশোরী, বছর ১৫ কিশোরীর মৃত্যু হল , স্ক্রাব টাইফাসে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে গত ৩রা সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল কিশোরী, গত বুধবার বিকেল নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় কিশোরী,

জানা গেছে ট্রম্বিকিউলিড মাইটস বা পরজীবী প্রকার কামড় থেকে মানব দেহে ছড়ায় স্ক্রাব টাইফাসের জীবাণু। এই রোগের উপসর্গ হলো, তীব্র মাথাব্যথা , অত্যধিক জ্বর, গা হাত পায়ে ব্যথা।

পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শংকর সারেঙ্গী জানান, সাধারনত জঙ্গল অধ্যুসিত এলাকায় এই ধরনের পোকার পাদুর্ভাব রয়েছে। তবে সঠিক সময়ে চিকিৎসা করলে ,এই জীবাণু দ্বারা অসুস্থতা বোধ করা সম্ভব l নচেৎ আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে, শুক্রবার ওই এলাকায় ব্লক স্বাস্থ্য দপ্তরের একটি মেডিকেল টিম গিয়ে গ্রামবাসীদের এ বিষয়ে সচেতন করে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার চেষ্টা করেন।

পাশাপাশি জেলা জুড়ে প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে বার্তা পাঠানো হয়েছে ,এধরনের কোন উপসর্গ দেখলে তৎক্ষণাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসার জন্য। বারবার গ্রামবাসীদের সতর্ক করার চেষ্টা করেন।

নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া গ্রামে। পরিবারের লোকেরা ভেঙে পড়েন।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা