বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় অবশেষে অনুষ্ঠিত হলো পুলিশি বাধায় বন্ধ হয়ে যাওয়া সেই অর্ধশতাব্দীর ঐতিহ্যবাহী গ্রামীণ যাত্রাপালা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জামনগর ইউনিয়নের দোবিলা গ্রামে প্রায় ৫০ বছরের ঐতিহ্যবাহী এই আয়োজন নতুন উদ্দীপনায় মঞ্চস্থ হয়।
গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দোবিলা গ্রামের ঐতিহ্যবাহী যাত্রাপালা শুরুর আগ মূহুর্তে হঠাৎ পুলিশি বাধায় বন্ধ হয়ে যায়। এঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা প্রসাশনের নজরে আসে। পরে সংস্কৃতিকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের সহযোগিতায় আবারও সকল প্রস্তুতি শেষে যাত্রপালা মঞ্চস্থ হয়। বন্ধ হয়ে যাওয়া এই আয়োজন পুনরায় শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে উচ্ছাস দেখা গেছে।
গ্রামের প্রবীণ সংস্কৃতিকর্মী ও যাত্রাপালার পরিচালক আব্দুল আলীম (৭০) বলেন, হঠাৎ আয়োজন বন্ধ হওয়ায় আমরা দুশ্চিন্তায় ছিলাম। তবে, প্রশাসনের সহযোগিতায় আমাদের এই ঐতিহ্য টিকিয়ে রাখতে পেরে আমরা আনন্দিত। যাত্রাপালা আয়োজনে সহযোগিতা প্রদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রসাশনকে ধন্যবাদ জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, প্রশাসনের সহযোগিতায় আমরা সবাই মিলে সুন্দর ও সুশৃঙ্খলভাবে যাত্রাপালা আয়োজন সম্পন্ন করতে পেরেছি। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় এবং সহযোগিতা করায় আয়োজকসহ আমরা সকলেই খুশি।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের নির্বাহী সদস্য ও ইলামিত্র অঞ্চলের সাবেক সমন্বয়ক মসগুল হোসেন ইতি বলেন, যাত্রাপালা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রশাসনের ইতিবাচক ভূমিকা প্রশংসনীয়। আমরা আশা করি, ভবিষ্যতে এই ধরনের সুস্থধারার সাংস্কৃতিক চর্চায় কোনো বাধা আসবে না।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা বলেন, যাত্রাপালা বন্ধের খবর নজরে আসলে ডিসি স্যারের নির্দেশনায় আমরা আয়োজক কমিটির সাথে কথা বলি। যাত্রাপালা আয়োজনে পুলিশসহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। সুস্থধারার সাংস্কৃতিক চর্চায় প্রসাশনের পক্ষথেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।