October 13, 2024, 5:50 am
শিরোনাম :
ছাতকে নামাজি শিশুদের  মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন লতিফিয়া স্টুডেন্ট ও যুব ফোরাম বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির মেহেরপুরে পরিবেশক ঐক্যের বনভোজন অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।  নড়াইল পহরডাঙ্গা বিএনপি মতবিনিময় সভা লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে মহা অষ্ঠমীতে কুমারী পূজা, হাজারো দর্শণার্থীর ভিড় মৌলভীবাজারের সাতটি উপজেলায় এক হাজার তিনটি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারো।রহিম বাদশার।দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ।

আগামী ১লা, মে থেকে যৌন শ্রমিকদের অধিকার নিয়ে মাঠে নামতে চলেছে দুর্বার, বললেন বিশাখা।

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার সত্ত্বেও বার বার বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভারতের যৌন কর্মীদের। কি , পুলিশের হয়রানি , কি রাজনৈতিক দাদাদের দ্বারা লাঞ্চিত। এমনকি সমাজের কিছু শ্রেণীর মানুষ তাদের ন্যায় অধিকার কে বাস্তবায়নে রূপ দিতে চায়না। এবার এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে ভারতের যৌন কর্মীদের বিভিন্ন সোসাইটি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারতের বৃহত্তম যৌন কর্মীদের সোসাইটি, দুর্বার মহিলা সমন্বয়ে কমিটি এবং ভারতের, ainsw, ও nswp, সহ কিছু সংখ্যক সোসাইটি। তাদের দাবি শ্রমিক শ্রেণীর আইনের রক্ষিত যে অধিকার দেওয়া হয়েছে তা তাদের কে দেওয়া হয়েছে। তার সত্ত্বেও দিনের পর দিন তাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে, এটা চলতে পারে না। তাদের ন্যায় অধিকার নিয়ে এবার পথে নামতে হবে। ভারতের বৃহত্তম যৌন কর্মীদের সোসাইটি দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি শ্রীমতী বিশাখা লস্কর, আগামী ৩০শে, এপ্রিল তাদের সদরদপ্তর কলকাতার সোনাগাজী তে দুর্বার মহিলা সমন্বয় কমিটির অফিসে একটি সভার আয়োজন করেছে। এই সভায় পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় থেকে আগত যৌন কর্মীদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কারণ ১লা, মে বিশ্ব ঐতিহ্যবাহী শ্রমিক দিবস পালন করবেন তারা। তাই যৌন কর্মীদের অধিকার ও তার প্রতিষ্ঠা কে বাস্তবায়নে রূপ দিতে বদ্ধ পরিকর দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি শ্রীমতী বিশাখা লস্কর। তিনি বলেন যে মে মাসে তাদের একটি সভা অনুষ্ঠিত হতে চলেছে ভারতের প্রতিবেশী দেশ নেপালে। সেখানে এশিয়ার কিছু দেশের যৌন কর্মীদের সোসাইটি র নেতৃত্ব সেখানে হাজির হবেন। এবং আগামী দিনে যৌন কর্মীদের অধিকার এবং আন্দোলন নিয়ে কথাবার্তা হবে বলে জানান। ভারতের বৃহত্তম যৌন কর্মীদের সোসাইটি দুর্বার মহিলা সমন্বয় কমিটির বর্তমানে মোট চল্লিশ হাজারেরও বেশি সদস্য রয়েছে। যারা যৌন পেশায় যুক্ত রয়েছে। তাদের ও ভারতের যৌন কর্মীদের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠা তাদের কাছে মূল লক্ষ্য বলে মনে করেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি শ্রীমতী বিশাখা লস্কর।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা