কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
কিছুদিন আগে কলকাতার বুকে আর জি কর হাসপাতালে র মহিলা ডাক্তারের উপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের পর খুন করে হত্যা করার প্রতিবাদে আজ রাজপথে নেমেছে বামফ্রন্টের ছাত্র ও যুব কমিটির সদস্যরা। তাদের দাবি অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে। এবং ঘটনার প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বর্তমানে এই ঘটনার সঙ্গে জড়িত সঞ্জয় রায় কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে এবং তিনি বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। এই ঘটনার পর আর জি কর হাসপাতালে অধ্যক্ষ সন্দীপ ঘোষ কে সরিয়ে দেয় স্বাস্থ্য দপ্তর। সেই সঙ্গে সি বি আই তদন্ত করছে সুপ্রিম কোর্টের নির্দেশে।এই ঘটনার জন্য যারা দায়ী তাদের কে অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বামফ্রন্টের চেয়ারম্যান ছাত্র ও যুব শাখা।আজ তাদের নবান্ন অভিযান শুরু হয়েছ। আজকের এই নবান্ন অভিযান কর্মসূচি তে যোগদান করেন বামফ্রন্টের যুব নেত্রী মিনাক্ষী ব্যানার্জি সহ বামফ্রন্টের নেতা কর্মীরা।