October 14, 2024, 12:05 am
শিরোনাম :
ছাতকে নামাজি শিশুদের  মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন লতিফিয়া স্টুডেন্ট ও যুব ফোরাম বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির মেহেরপুরে পরিবেশক ঐক্যের বনভোজন অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।  নড়াইল পহরডাঙ্গা বিএনপি মতবিনিময় সভা লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে মহা অষ্ঠমীতে কুমারী পূজা, হাজারো দর্শণার্থীর ভিড় মৌলভীবাজারের সাতটি উপজেলায় এক হাজার তিনটি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারো।রহিম বাদশার।দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ।

আসন্ন শারদীয় দূর্গাপূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান বলেছেন, কোনো স্বার্থান্বেষী মহল যেন তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সনাতন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে ব্যবহার করতে না পারে, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজনৈতিক ফায়দার জন্য অর্থাৎ তাদের স্বার্থে আঘাত পড়েছে, এমন কোনো প্রতিশোধ নেওয়ার জন্য ধর্মীয় অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে না পারে। সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।

সার্বজনিন পূজামণ্ডপ পরিদর্শনকালে জুড়ী উপজেলার সোনারূপা চা বাগান মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে গতকাল মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ ইং, অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান আরো বলেন, যে যে রাজনৈতিক দলেরই হোন না কেন, ধর্মীয় অনুষ্ঠান কিন্তু সবার ঊর্ধ্বে। তাই ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক তুরুপের তাস হিসেবে কাউকে ব্যবহার করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফেজ নাজমুল ইসলাম, নায়েবে আমীর আব্দুল হাই হেলাল, সেক্রেটারি মোঃ আজিম উদ্দিন, পূজা উদযাপন পরিষদ জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুভাষ রুদ্র পাল, গোবিন্দপুর কালীবাড়ি দূর্গামন্দিরের সভাপতি যতিন্দ্র বিশ্বাস, সোনারূপা চা বাগান দুর্গামন্দির কমিটির সভাপতি নারায়ন রুদ্র পাল, সাধারণ সম্পাদক সুমন রুদ্র পাল প্রমুখ।
এর আগে জেলা জামায়াত ইসলামী ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা জুড়ী উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সার্বজনিন পূজামণ্ডপ পরিদর্শন করেন, পরে আসন্ন শারদীয় দূর্গাপূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা জামায়াত ইসলামী ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা