একটি হারানো বিজ্ঞপ্তি,,
নাটোরের বাগাতিপাড়ায় জামনগর টু আড়ানী বাজার এরমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি মানিব্যাগ হারিয়ে গিয়েছে।
আজ ৩১/৩/২০২৫ তারিখ রোজ সোমবার আনুমানিক ৩.৩০ এর দিকে জামনগর বাজার হয়তে পকেটখালী মোড় হয়ে, আড়ানী রেলগেট এর মধ্যে একটি মানিব্যাগ হারিয়ে যাই, মানিব্যাগ এ প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, মো: আইয়ুব আলী নামে, Hero Hf Delux গাড়ির স্মার্ট কার্ড ও বুরো বাংলাদেশ এনজিওর কার্ড রয়েছে। কেউ যদি পেয়ে থাকেন দয়া করে নিচের দেয়া ফোন নম্বরে জানাবেন যোগাযোগ : ইমন আলী , মৃত মোক্তার হোসেন, গ্রাম:-জামনগর কুঠিপাড়া, বাগাতিপাড়া, নাটোর.
০১৭৭৯২৪৭৫৬৪
পোস্টটি শেয়ার করে দিবেন।
বি: দ্র: ওই মনিব্যাগে নগদ আনুমানিক ৩৫০০/- শত টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র সহ মো: আইয়ুব আলী নামে, Hero Hf Delux গাড়ির স্মার্ট কার্ড ও বুরো বাংলাদেশ এনজিওর কার্ড রয়েছে।যদি কোন ব্যাক্তি পয়ে থাকে থাকেন আমাদের জনাবেন।
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv