সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি চত্বরে সোমবার বিকেলে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি ও কৃষি পন্য অনুষ্টানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক হোসেন খান'র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিল্লাত হোসেনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে কৃষি পন্য ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষকদের মাঝে আধা ও হলুদ বিতরণ ও মইনপুর এডিআরপি কৃষক গ্রুপের সভাপতি মিজানুর রহমানের হাতে কৃষি যন্ত্রপাতি কম্বাইন্ড হারভেষ্টার মেশিন তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি। এসময় বক্তব্য রাখেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম, সোহরাব হোসেন৷ উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক ভুইয়া, সোয়েব আহমদ, মাহবুবুর রহমান শুভ, হাজেরা বেগম, বিদুৎ তালুকদার, পিংকু সরকার, শাহ পারভেজ, স্বপন হোসেন, শুভাসীষ শেখর দাস, জহিরুল ইসলাম। এ সময় আরো উপস্হিত ছিলেন কৃষক ছাব্বির আহমদ, কাওসার খান, হেলাল আহমদ, সাইদুর রহমান, আব্দুস সোহবান, আরজক আলী, বোরহান উদ্দিন, রহিম উদ্দিন, আছিয়া খাতুনসহ৷ এ সময় ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷ বক্তারা বলেন বর্তমান সরকার কৃষক জন্য কাজ করে যাচ্ছে। কৃষকরা আমাদের দেশের সম্পদ। সরকার কৃষান-কৃষানিদের বিভিন্ন সার, ধান, ভূট্টা, কীটনাসক, আধা, হলুদ ও কৃষি যন্ত্রপাতি দিয়ে কৃষান কৃষানির মধ্য উৎসাহী করে তুলেছেন উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং বাংলাদেশ কে একটি স্মার্ট ডিজিটাল কৃষি বান্ধব সরকার গড়ে তুলার আহবান জানান।##
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv