সেলিম মাহবুব,সিলেট:
জনস্বার্থে ছাতকবাসীর কিছু যৌতিক দাবি উপস্থাপন করা হয়েছে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (নব নিযুক্ত পৌর প্রশাসক) সাব্বির আহমেদ আকঞ্জি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার কাছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব দাবি উপস্থাপন করেন ছাত্র সমাজ। এসময় ছাতক উপজেলা সহকারী কমিশনার ভুমি ও সেনাবাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ছাত্র সমাজ নেতৃবৃন্দকে এ সময় তারা দাবিগুলো পুরণের জন্য আশ্বস্থ করেছেন। দাবি গুলোর মধ্যে রয়েছে ছাতক শহর পরিচ্ছন্ন করা, বাজার মনিটরিং করা সহ ছাতক কলেজের বর্তমান পরিস্থিতি, বিদ্যুৎ অফিস কর্তৃক জনগণের ভোগান্তি ও লোড শেডিং দূর করা, ছাতক মেডিকেলে সাস্থ্য সেবার মান নিশ্চিত করণ, ছাতকের বিভিন্ন রোডে সিএনজি ও বাস ভাড়া কমানো, পৌরসভার জন্ম নিবন্ধন, নির্বাচন অফিসে এন আইডি কার্ডের ঝামেলা ও বিভ্রান্তি দ্রুত নিষ্পত্তি, ছাতকে যুব উন্নয়ন অদিপ্তরের কার্যক্রম বিষয়ে প্রচার ও দুর্নীতি বন্ধ করণ, শহরের সৌন্দর্য্য বৃদ্ধি করণে বৃক্ষরোপন করা, ছাতকের মেইন পয়েন্টে যানযট নিরশন, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি সহ মিল কারখানায় দূর্ণীতি বন্ধ ও শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ।মধ্যস্বত্ত্বভোগিরা যাতে শ্রমিকের মজুরিতে ভাগ বসাতে না পারে সেই ব্যাপারে ব্যবস্থা নেয়া। এছাড়া ছাত্র সমাজ আরো কিছু দাবি জনস্বার্থে উপস্থাপন করেছেন।##