সেলিম মাহবুব,সুনামগঞ্জ:
ছাতকে টানা ৪০ দিন ব্যাপী জামাতের সাথে নামাজ আদায়কারী শিশুদের মধ্যে পুরস্কার হিসেবে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। লতিফিয়া স্টুডেন্ট এন্ড যুব ফোরামের উদ্যোগে এসব বাইসাইকেল প্রদান করা হয়। শুক্রবার (১১অক্টোবর) উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে শিশুদের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয়েছে। লতিফিয়া স্টুডেন্ট এন্ড যুব ফোরাম আলমপুর, মানজিহারা, তেরাপুর, বুড়াইরগাঁও বাজারের আয়োজনে অনুষ্ঠিত বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্বারী আব্দুল গফফারের সভাপতিত্বে ও হাফিজ মুহাম্মদ শাহজাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলমপুর জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ সৈয়দ মাহফুজুর রহমান, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংবাদিক উজ্জিবক সুজন তালুকদার, এডভোকেট ওয়াকিব আলী, হাফিয মাসুক আহমদ, মাওঃসামছুল ইসলাম, মানজিহারা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ বাবুল মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ফয়জুল হক, এইচ এম আব্দুল বাসিত, আব্দুল্লাহ আল মামুন, আলী আহমদ নাইম। এসময় আরোও বক্তেব্য রাখেন সাইফুল আলম, আব্দুল ওয়াদুদ ছামি, আব্দুল ওয়াহিদ, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা মুক্তার হুসাইন, হেলাল উদ্দিন। এসময় এলাকার মুরুব্বি উস্তার আলী, রজব আলী, আব্দুল মছব্বির, সোনাহর আলী, লিলু মিয়া, শামীম আহমদ, বশির উদ্দিন, আলী আহমদ, আব্দুল হাসিম, আব্দুল হেকিম, নেয়ামত আলী, ইমান আলী, সিরাজুল ইসলাম, আবু ছালেহ হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায়কারী ৭ জন শিশু শিক্ষার্থীকে একটি করে বাই সাইকেল প্রদান করা হয়। ##
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv