সেলিম মাহবুব,সিলেট:
ছাতকের বিভিন্ন মন্দির ও আখড়া পরিদর্শন কালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন,বর্তমান পরিস্থিতির আলোকে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করেছে।
ছাতক তথা বৃহত্তর সিলেটের দীর্ঘ দিনের প্রতিষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। সব ধরনের অপশক্তির হাত থেকে ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা হবে। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে তিনি আরো বলেন, যেকোনো প্রয়োজনে আগের মতই এখানের বিএনপি নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এদেশের ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক তারেক রহমানের ও নির্দেশনা রয়েছে। ছাতক শহরের গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, কালিবাড়ী মন্দির, লোকনাথ মন্দির, রামকৃষ্ণ সেবাশ্রম, শিব মন্দির সহ সনাতন ধর্মীয় বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে বুধবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পরে তিনি ছাতক থানায় কর্তব্যরত অফিসার ইনচার্জ সহ পুলিশ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ এখানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আইন-শৃঙ্খলা বিষয়ে তাকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন বিএনপি কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।