সেলিম মাহবুব,সিলেটঃ
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিগত ১৬ বছর ধরে বিএনপির নেতা কর্মীরা সরকারি দলের অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। জেল খেটেছেন, গুলি খেয়েছেন, হামলা-মামলায় জর্জরিত হয়েছেন। কিন্তু এতো নির্যাতনের পরও বিএনপির একেকজন কর্মী বট বৃক্ষের মতো দাঁড়িয়ে রয়েছেন। আমাদের রাজনৈতিক সহযোদ্ধারা কেউ দল ছেড়ে যায়নি। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিন এ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সরকারের জিম্মি দশা থেকে মুক্ত হতে পারেনি। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ও তার সরকারের সকল লুটপাটকারীরা পালিয়ে গেছে। দেশে অন্তরবর্তিকালীন সরকার এসেছে। আশা করি এ সরকারের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে দেশে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আমরা এ প্রত্যাশায় রয়েছি। এই সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দল সংঘটিত করার কাজে লাগতে হবে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দোয়ারাবাজারের নাসিমপুর (কুনিমুরা) বাজারে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং যুবদল নেতা নেওয়াজ শরীফের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান খছরু, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুর রহমান বাবুল। বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুবেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, সদস্য মুহিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন, সফিউল আলম, নুরুল হক, আনোয়ার হোসেন, সফিক মিয়া, আব্দুস সালাম, ইন্তাজ আলী, আব্দুল কাদির, যুবদল নেতা রমজান আলী, ছাত্রদল নেতা বাবুল আহমদ, কয়ছর পারভেজ, তাহের হোসেন প্রমুখ। সভায় বিএনপি নেতা ফখর উদ্দিন, রশিদ আহমেদ, হেলাল উদ্দিন, মজমদর আলী, জয়নুল করিম, শরীফ আহমদ, রিয়াজুল ইসলাম, শফিকুল ইসলাম, সুলতান মিয়া, হাজী জালাল উদ্দিন, হাজী তেরাব আলী, আব্দুস সোবহান, জেলা শ্রমিক দল নেতা শফি উদ্দিন, ছাতক পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তানিমুল ইসলাম, যুবদল নেতা ফখরুল আলম, আব্দুল কাইয়ুম, ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আহমেদ পাবেল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইজাজুল হক রনি, সাবেক ছাত্রনেতা নোমান ইমদাদ কানন, ইমরান আহমদ সহ নরসিংপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv