কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
গতকাল থেকে আজ পর্যন্ত মোট 16, টি দলের মধ্যে প্রায়ত জননেতা ও ভারতের জাতীয় কংগ্রেস নেতা এবং বিধায়ক আবুল বাশার লস্কর চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট প্রতিযোগিতায় জয়ী হয়েছেন ঘোলা নওয়াপাড়া জনকল্যাণ সমিতি।তারা দক্ষিণ উত্তর কুসুম বন্ধু একাদশ কে হারিয়ে জয়ী হয়েছেন। গতকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবেক প্রায়ত জননেতা এবং পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা আবুল বাশার লস্করের স্মৃতি র উদ্দেশ্য রক্তদান কর্মসূচী ও চক্ষু পরীক্ষা এবং বড়দের জন্য রবার বল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই রবার বল খেলা প্রতিযোগিতা য় মোট 16, টি টিমের মধ্যে ফাইনালে, উঠে মগরাহাট পশ্চিমের ঘোলা জনকল্যাণ সমিতি ও উত্তর কুসুম বন্ধু একাদশ। আজ এই খেলা উপভোগ করতে এই অঞ্চলের প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়।তারা দুই দলের মধ্যে ফাইনাল খেলা উপভোগ করেন। অবশেষে ঘোলা নওয়াপাড়া জনকল্যাণ সমিতি দক্ষিণ উত্তর কুসুম বন্ধু একাদশ কে হারিয়ে জয়ী হয়েছেন। আজকের এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভানেত্রী ও সাবেক জননেতা প্রায়ত আবুল বাশার লস্করের স্ত্রী উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসকিনা মমতাজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের নেতা রূপচাঁদ সাপুই ও ব্লক কংগ্রেস নেতা সাজিদুল হক খান। এবং উত্তর কুসুম অঞ্চল কংগ্রেস সভাপতি মনজুর আলম মিস্ত্রি ও বিশিষ্ট সমাজসেবী আহমেদ সাহেব এবং নুর ইসলাম সাহেব এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত সদস্য সোহেল রামিজ ওরফে হিরো এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত সদস্য লিটন। আজকের আবুল বাশার লস্কর স্মৃতি রবার খেলা প্রতিযোগিতা য় আগত প্রতিটি মানুষের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রায়ত জননেতা এবং বিধায়ক পুত্র মৌসুম আহমেদ লস্কর। খেলাটি পরিচালনা করতে সাহায্য করেছে সাবেক বিধায়ক ও ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা প্রায়ত জননেতা আবুল বাশার লস্করের ভাই সামসুল আলম লস্কর। আজকের এই খেলা টি পরিচালনা করেন রেফারি মোজ্জাম্মেল হক সাহেব এবং রফিকুল ইসলাম সাহেব।