বার্তা সম্পাদক:- নিরেন দাস
জয়দেবপুরে যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষ
গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় আজ শুক্রবার সকালে যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষ হয়।
গাজীপুরে যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষের কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ শুরু হয়েছে। রেল দুর্ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটির করা হয়েছে এবং জয়দেবপুর রেলস্টেশনের মাস্টারকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার ৩ ই মে বিকেল পৌনে ৪ টার দিকে ডাবল লাইনের একটি দিয়ে তিনটি ট্রেন যাতায়াত করেছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
জয়দেবপুরে যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষ
আরও জয়দেবপুরে যাত্রীবাহী ও তেলবাহী ট্রেনের সংঘর্ষ এর আগে সকাল পৌনে ১১ টার দিকে জয়দেবপুর জংশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল লাইনে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ও একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমিউটারের লোকো মাস্টারসহ অন্তত তিনজন আহত হন।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, 'এ দুর্ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি যে জয়দেবপুরের স্টেশনমাস্টার"কে বহিষ্কার করা হয়েছে।'
দুর্ঘটনায় আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ সেতাবুর রহমান বলেন, 'ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ রুটে অনেকগুলো ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে এ পর্যন্ত তিনটি ট্রেন যাতায়াত করতে পেরেছে।'
'সকাল থেকে বেশ কিছু ট্রেন আটকা পড়ে আছে। দুর্ঘটনাকবলিত লাইন দিয়ে এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। তবে অপর আরেকটি লাইন দিয়ে ট্রেন চলছে,' বলেও তিনি বলেন।
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv