April 20, 2025, 7:28 am
শিরোনাম :
ঝিনাইদহ থেকে চুরি হওয়া ইজিবাইক নড়াইলে উদ্ধার, গ্রেফতার ২ বাগাতিপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎবাবা আটক নাটোরে দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা। লোহাগড়ায় ইউপি নায়েব ইউনুসের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। একটি হারানো বিজ্ঞপ্তি, বাগাতিপাড়া উপজেলার, জামনগর টু আড়ানী বাজার এরমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি মানিব্যাগ হারিয়ে গিয়েছে।  বাগাতিপাড়ায় আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুর পরিবার বাগাতিপাড়ায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে, ঈদ সামগ্রী বিতরণ করলেন। বাঁধনে জামনগর সংগঠন। নাটোরের বাগাতিপাড়ায় প্রতি পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাচ্ছে ৫৯৬ টি পরিবার। নাটোরের বাগাতিপাড়ায় ফিলিস্তিনের মুসলমানদের ওপর নিশংস গণহত্যা প্রতিবাদে বিক্ষোভ মিছিল । বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল।

ঝিনাইদহ থেকে চুরি হওয়া ইজিবাইক নড়াইলে উদ্ধার, গ্রেফতার ২

খন্দকার ছদরুজ্জামান,

নড়াইল জেলা প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় সুজন উদ্দিন শেখ (২৭) এবং মো. রোমান শেখ (২৯) নামে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার নাকশী মাদরাসা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবর গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে সুজন উদ্দিন শেখ এবং পিরোজপুরের নাজিপুর থানার মধ্য রামনগর গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে মো. রোমান শেখ।

গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার (১৯ এপ্রিল) সকালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ বাজার থেকে দেবেন্দ্রনাথ নামে এক ব্যক্তির ব্যাটারিচালিত ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে তিনি কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন। শনিবার রাতে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদ পায় যে সদর উপজেলার নাকশী এলাকা দিয়ে চুরি যাওয়া ইজিবাইকটি চোরচক্রের সদস্যরা বিক্রি করার জন্য পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার উদ্দেশে যাচ্ছিল। পরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দু’জন চোর ও সবুজ রঙের ইজিবাইকটি আটক করে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বলেন, গ্রেফতার আসামিদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা