খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় সুজন উদ্দিন শেখ (২৭) এবং মো. রোমান শেখ (২৯) নামে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার নাকশী মাদরাসা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবর গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে সুজন উদ্দিন শেখ এবং পিরোজপুরের নাজিপুর থানার মধ্য রামনগর গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে মো. রোমান শেখ।
গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার (১৯ এপ্রিল) সকালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ বাজার থেকে দেবেন্দ্রনাথ নামে এক ব্যক্তির ব্যাটারিচালিত ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে তিনি কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন। শনিবার রাতে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদ পায় যে সদর উপজেলার নাকশী এলাকা দিয়ে চুরি যাওয়া ইজিবাইকটি চোরচক্রের সদস্যরা বিক্রি করার জন্য পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার উদ্দেশে যাচ্ছিল। পরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দু’জন চোর ও সবুজ রঙের ইজিবাইকটি আটক করে।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বলেন, গ্রেফতার আসামিদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv