আন্তর্জাতিক ডেস্ক
থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ ধারণকারী ৭ বাংলাদেশিকে আটক করেছে সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই পর্যটন পুলিশ। তারা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করার জন্য এ পন্থা অবলম্বন করেছিলেন তারা।
থাইল্যান্ডে ইমিগ্রেশনে যাচাই-বাচাই ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ নেয় ৭ বাংলাদেশি। কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তাদের নজর এড়াতে পারেনি তারা।
রোববার (২৪ সেপ্টেম্বর) দেশটির থাইগার সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ৭ বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুর বেশ ধারণ করতে টাক হয়ে যান; যেন তাদের প্রকৃত পরিচয় ধরা না পড়ে। স্থানীয় লোকজন এবং তাদের কর্মকর্তাদের সাথে মিশে যেতে এই কৌশল নিয়েছিলেন। তাদের নেতৃত্বে ছিলেন ৪৬ বছর বয়সী রূপদা। অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করার জন্য এ পন্থা অবলম্বন করেছিলেন।
জানা গেছে, বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারের তাক প্রদেশ হয়ে অবৈধভাবে থাইল্যান্ডে প্রবেশ করে তারা। তাদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। আইনি প্রক্রিয়া শেষে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এম.নাসির/২৫