October 13, 2024, 2:45 pm
শিরোনাম :
ছাতকে নামাজি শিশুদের  মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন লতিফিয়া স্টুডেন্ট ও যুব ফোরাম বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির মেহেরপুরে পরিবেশক ঐক্যের বনভোজন অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।  নড়াইল পহরডাঙ্গা বিএনপি মতবিনিময় সভা লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে মহা অষ্ঠমীতে কুমারী পূজা, হাজারো দর্শণার্থীর ভিড় মৌলভীবাজারের সাতটি উপজেলায় এক হাজার তিনটি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারো।রহিম বাদশার।দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ।

দ্বীন ইসলাম প্রতিষ্ঠায় বড় ভূমিকা পালন করছে ওলী আউলিয়ারা, বললেন পীর সাহেব গোলাম ইস্তারশিদ আল কাদেরী

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব এর নবগ্রাম অঞ্চল এর হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত এর উদ্যোগে একটি মিলাদুন্নবী জলসা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার কলকাতার পবিত্র খিদিরপুর খানকা শরীফের সেজ পীর সাহেব হজরত মাওলানা মুফতী সৈয়দ শাহ গোলাম মুস্তারশিদ আল কাদেরী এবং ছোট পীর সাহেব হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি গোলাম ইস্তারশিদ আল কাদেরী সাহেব। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পবিত্র খিদিরপুর খানকা শরীফের ছোট পীর সাহেব বলেন যে, সারা বিশ্বের বিভিন্ন দেশে দ্বীন ইসলাম প্রতিষ্ঠায় ও প্রকৃত দ্বীনের দাওয়াত দিতে বড় ভূমিকা পালন করেছে ওলী আউলিয়ারা। তিনি উল্লেখ করেন যে হিন্দের ওলী সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা খাজা মহিউদ্দিন শাহ আজমীরী ও সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাহেব এবং পশ্চিম বাংলার পবিত্র মেদিনীপুর শরিফের প্রায়ত সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা আল্লামা ইরশাদ আলী শাহ আল কাদেরী আল হোসেন ও হোসাইনী ও বাংলাদেশের হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি শাহ জালাল ও সৈয়দ শাহ সুফি হজরত শাহ পরান শাহ রহমাতুল্লাহ আলাইহি এবং পবিত্র খিদিরপুর খানকা শরীফের প্রায়ত পীর হজরত আল্লামা শাহ সুফি হজরত মাওলানা নাজিমুদ্দিন শাহ আল কাদেরী এবং হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি আল্লামা পীর আজিমুদ্দিন শাহ আল কাদেরী এবং বাংলার বুলবুল হজরত মাওলানা সৈয়দ শাহ সুফি কুতুবুদ্দিন আক্তার আলী শাহ আল কাদেরী সহ শত আল্লাহর ওলী ও আউলিয়াদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল দ্বীন ইসলাম। কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ তাদের অবদান ও দ্বীনের দাওয়াত কে ভুলে গেছেন। এবং কিছু অশিক্ষিত লোক ও ভুল পথে চালিত মুসলিম উম্মাহর মানুষ যে ভাবে ভুল করে পবিত্র মাজার পাকের উপর হামলা ও পবিত্রতা রক্ষা বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তা মেনে নেয়া যায় না।এর বিরুদ্ধে সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সেই পবিত্র মাজার পাকের নিকট হইতে অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে অনুরোধ জানান। পবিত্র মাজার পাকে সাধারণ মানুষ যান জিয়ারত করতে।কেউ মাজার পাকের কাছে হিন্দু সম্প্রদায়ের মানুষের মতো পূজা উদযাপন করতে যান।তাই ভুল ধারণা থেকে সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কে সতর্ক থাকতে হবে। আজকের এই মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মেহবুব আলম চিশতী ও মাওলানা আজিজুর রহমান কাদরী এবং মাওলানা ইকবাল হোসেন মন্ডল আল কাদেরী। এই অনুষ্ঠানটি পরিচালনা করতে সাহায্য করেছে বারুইপুর জেলা পুলিশের বারুইপুর থানার আই সি শ্রী সৌম্যজোতি রায় এবং নবগ্রাম অঞ্চল এর তৃনমূল দলের নেতা ও উপপ্রধান জনাব আক্তার হোসেন মন্ডল ও হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত ও হিমচি মসজিদ কমিটির সেক্রেটারি এবং সমাজসেবী এবং মানবাধিকার সংস্থা র সদস্য মোশারফ হোসেন মন্ডল ও হিমচি মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফায়জানে আহলে বাইত ও হিমচি গ্রাম যুব কমিটির সদস্যরা।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা