খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার
আজ রবিবার ২৮ শে এপ্রিল ২০২৪ খ্রি.নরসিংদীর শিবপুর এর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ রবিউল আউয়াল খান কিরন এর ৩৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আলহাজ্ব শাখাওয়াতৎ হোসেন সুমন মহাসচিব বি এল এফ এ ও সদস্য এল এবং এ ও।তিনি বলেন,শহীদ রবিউল আউয়াল খান কিরণ সাহেব উনি যে আদর্শে রাজনীতি করতেন যেমন একজন রাজনৈতিক নেতা যে আদর্শ থাকার প্রয়োজন সবই ছিল শহীদ রবিউল আউয়াল খান কিরণ সাহেবের মধ্যে ,আমি এখনো দেখি আমাদের পাহাড়ি এলাকায় যারা কিরণ সাহেবের সাথে রাজনীতি করতেন,এরা এখনো কান্না করেন ।বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমরা যখন নৌকা মার্কার ভোট চাইতে গিয়েছিলাম,শহীদ রবিউল আউয়াল খান কিরণ এর উত্তরসূরী ফজলে রাব্বি খান এর জন্য ,তখন অনেকেই কেঁদে ফেলতেন ।শহীদ রবিউল আউয়াল কিরণ খান এর কথা বলে।শহীদ রবিউল আউয়াল খান কিরণ এর ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিবপুর উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মহসিন নাজির এর সভাপতিত্বে ,বক্তব্য রাখেন, নরসিংদীর - ৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা,নরসিংদী শিবপুর থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান সাজু,জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক পীর জাদা মোহাম্মদ আলী,শিবপুর উপজেলা আওয়ামীলীগ এর প্রচার সম্পাদক বিগত সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী ও শহীদ রবিউল আউয়াল খান কিরণ এর উত্তরসূরী ফজলে রাব্বি খান,শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা, শিবপুর উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাস্টার,উপজেলা আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরিচালনা করেন আলহাজ্ব সামছুল আলম ভূইয়া রাখিল সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা আওয়ামীলীগ,শহীদ রবিউল আউয়াল কিরণ খান এর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশগ্রহণ করে এবং মরহুমের সহধর্মিণীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে উনাদের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন।
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv