নিজস্ব প্রতিবেদক :
নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা।
গত মঙ্গলবার (১২ নভেম্বর ) সন্ধ্যায় বাগাতিপাড়ার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনামিকা নজরুল নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
নতুন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা কুমিল্লা জেলার বাসিন্দা।
তিনি এর আগে নাটোর জেলার সিংড়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্যান্ত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন।
তিনি ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। দায়িত্ব গ্রহণকালে তিনি বাগাতিপাড়া উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর এক প্রজ্ঞাপনে সিংড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভাকে সিংড়া থেকে একই জেলার বাগাতিপাড়া উপজেলায় বদলি করা হয়।
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv