নাটোর প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরের লালপুর উপজেলার ৯ নং বরমহাটী ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষ্যে আজ সোমবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার ৯ নং অর্জুনপুর বরমহাটী পটিকাবাড়ী বেলায়েত খান উচ্চ বিদ্যালয় মাঠে ৯ নং অর্জুনপুর বরমহাটী ইউনিয়নের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ নং অর্জুনপুর বরমহাটী ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ এমরান আলী এর সভাপতিত্বে ।এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা শাখার আহবায়ক হাসান আলী,সদস্য সচিব আবুহেনা মোস্তফা কামাল, যুগ্নআহবায়ক সাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রহিম,নাটোর সদর থানা কৃষকদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মাষ্টার, কৃষকদলের পৌর আহবায়ক মনিরুল হাসান মনির, লালপুর উপজেলা কৃষকদলের সভাপতি মনছুর রহমান, সাবেক এবি ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মন্ডোল সহ ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তার সুযোর্গ সন্তান জনাব তারেক রহমান সামনের দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব সংগঠনের সাথে মতবিনিময় করছে তারই প্রেক্ষিতে তার নির্দেশনায় প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ হচ্ছে । এরই ধারাবাহিকতায় আজ নাটোরের লালপুর উপজেলায় ৯ নং অর্জুনপুর বরমহাটী ইউনিয়নে কৃষক সমাবেশ হচ্ছে। নাটোর জেলার সকল ইউনিয়নে কৃষক সমাবেশ হচ্ছে তারই ধারাবাহিকতায় ৯ নং অর্জুনপুর বরইহাটী পটিকাবাড়ী বেলায়েতখান উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ হচ্ছে । সবাই কে সামনের দিনে নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয় যুক্ত করে সেই দিকে নেতা কর্মিদের আহবান জানানো হয।দলের ভিতর কোন ভেদাভেদ না রেখে সামনের নির্বাচনে কি ভাবে বিএনপিকে জয়লাভ করা যায় সেই দিকে নেতা কর্মিদের সুসংগঠিত করার দিকে নজর রাখতে বলা হয়।দলের ভিতর কোন হাইব্রিড ঢুকে দলের ক্ষতি করতে না পারে সেই দিকে সবার দৃষ্টি রাখতে হবে। বিএনপির অনেক সংগঠন থাকলেও তারেক রহমান কৃষক দলের উপর বেশী নজর দিয়েছেন তাই তার এই ভালোবাসাকে আমাদের সকলকে মর্যাদা দিতে হবে এবং কৃষক দলকে সুসংগঠিত করতে হবে। বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে সকল সংগঠনের সাথে কৃষক দলকেও সুসংগঠিত করতেই ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দলের ভিতর কোন্দল করলে অন্যরা সুযোগ সুবিধে নিবে সেই দিকে নেতা কর্মিদের সজাগ থাকতে হবে। শুধু সমাবেশ করলেই হবে সামনের ভোটের জন্য সাধারন জনগনকে সচেতন করতে হবে। জিয়াউর রহমানে আমলে যে প্রকল্পগুলো ফ্যাসিষ্ট সরকার বন্ধ করেছিলো বিএনপি ক্ষমতায় গেলে সেই প্রকল্প গুলো আবার চালু করা হবে। বাংলাদেশে সকল ইউনিয়নে কৃষক সমাবেশ শেষ হলে বিশাল পরিসরে কৃষক সমাবেশ হবে সেখানে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে থাকবেন
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv