নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় বৃহঃস্পতিবার সকাল হতে বিকেল পর্যন্ত ছয়টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহঃস্পতিবার (২৯ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লালপুর উপজেলার অমৃতপাড়া বাজার এলাকায় অবস্থিত লতিফের গুড় আড়ৎকে (স্বত্বাধিকারী: মো: লতিফ) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২৫ হাজার টাকা, লালপুর বাজার এলাকায় অবস্থিত শ্রাবণী আইসক্রিমকে (স্বত্বাধিকারী: মো: কোরবান আলী) পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদনের অপরাধে ৫০ ধারায় ৮০ হাজার টাকা, লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় অবস্থিত জিহাদ দইঘরকে (স্বত্বাধিকারী: রওশন আলম) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২৫ হাজার টাকা, লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অবস্থিত চৌধুরী ফুডকে (স্বত্বাধিকারী: মোবাশির উদ্দিন চৌধুরী) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৫ হাজার টাকা, ও বাগাতিপাড়া উপজেলার নূরপুর চকপাড়া এলাকায় অবস্থি বিপ্লব (স্বত্বাধিকারী: বিপ্লব) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৪ হাজার টাকা, বাগাতিপাড়া উপজেলার কাজিরচক মালঞ্চি বাজার এলাকায় অবস্থিত তুবা বেকারিকে (স্বত্বাধিকারী: মো: আফসার আলী ) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৪ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
র্যাব-৫-সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি চৌকশ টিমের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv