মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ২শ কলার গাছ কাটার ঘটনা ঘটেছে। ঘটনার সংবাদ পেয়ে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পশ্চিম বীরনগর (পুটারবিল) গ্রামে গেলে ভুক্ত ভূগী কৃষক মৃতঃ ফুল মিয়ার পুত্র আব্দুর রাজ্জাক ও তার পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন থেকে তারা ১০শতক জমিটি দানেজপুর গ্রামের সুজাউল করিম শিপন এর নিকট থেকে এগ্রিমেন্ট নিয়ে চাষাবাদ করছে। বর্তমানে মানিক কলা (অনুপম) চাষ করছেন।
কিছুদিন ধরে প্রতিবেশী দানেজপুর গ্রামের আব্দুলের পুত্র দুখু স্থানীয় পুটার বিলের নায়েবের পুত্র খোকন ও জলপায়তলী গ্রামের কাশেমের পুত্র কায়েমকে সঙ্গে নিয়ে আব্দুর রাজ্জাককে জমিটি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে অন্যথায় তাকে মারপিটসহ কলার বাগান কেটে ফেলার হুমকি দিয়ে আসছিল। ইতিপূর্বে কয়েক দফা কলা কেটে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। সর্বশেষ ১৯ মার্চ বুধবার দিনের বেলা জমিটি নিরানীসহ পরিচর্যা শেষ করেন। রাতে প্রতিপক্ষরা আব্দুর রাজ্জাকের বাসায় গিয়ে বলে আসে জমি ছেরে না দিয়ে নিরানী দিয়েছো।
তোমার কলার বাগান আজ রাতেই শেষ করে দিব। আজ বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে দেখেন নতুন পুরাতন সব কলার গাছ কেটে ফেলা কলার কাঁদিগুলোর মুল্যে প্রায় দুই লক্ষ টাকা বলে জানান আব্দুর রাজ্জাক। কিছু কলা কেটে নিয়ে গেছে, আবার কিছু অপরিপক্ক কলার কাদি কেটে নষ্ট করেছে। এই কথা গুলো বলেই আব্দুর রাজ্জাকের পরিবারের লোকজন ডুকরে কেঁদে ফেলে।
তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ফসলটি চাষাবাদ করেছেন এখন তারা দুঃচিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন। এই অভিযোগের বিষয়ে পতিপক্ষ খোকন পরিবারের সাথে কথা বললে তারা বলেন আমরা ক্রয় সূত্রে জমির মালিক তারা এগ্রিমেন্ট নিয়ে চাষাবাদ করছে।
আমরা দীর্ঘদিন থেকে জমি ছেড়ে দিতে বললেও তারা জমি ছেড়ে দেয় না। আব্দুর রাজ্জাক থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv