লালপুর(নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে আওয়ামী লীগ পরিবারের ভয়ে নিরাপত্তাহীনতায় করা সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করে নিজেদের বিএনপি সমর্থক ও নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত পরিবার।
মঙ্গলবার দুপুরে দুর্গাপুর গ্রামে সংবাদ সম্মেলনে টুলটুলি খাতুন নামের এক গৃহবধূ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে দাবি করেন গত ২০ ফেব্রুয়ারী বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আমাদের আওয়ামী সন্ত্রাসী আখ্যায়িত করে সংবাদ প্রকাশিত হয়েছে।
উক্ত সংবাদে দুয়ারিয়া ইউনিয়নের গ্রামের আহম্মেদপুর গ্রামের আনছার আলীর ছেলে আশিক সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের আওয়ামী সন্ত্রাসী উল্লেখ করে তাদের বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ তুলেছেন।কিন্তু প্রকৃতপক্ষে আমরা বিএনপি সমর্থক এবং তাদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় দীর্ঘদিন ঝামেলা চলছে।
বিগত সময় সংবাদ সম্মেলনকারী আশিক ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মফিজ আমাদের উপর হামলা মামলা করে যায়গা জমি দখল করে নেয়।এখন যেহেতু তাদের স্বৈরাচারী সরকার ক্ষমতায় নেই তাই তারা দিশেহারা হয়ে সত্যের কাছে হেরে যাওয়ার ভয়ে আমাদের নামে মিথ্যা তথ্য জড়িয়ে সংবাদ প্রচার করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।সেই সাথে সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন সাপেক্ষে দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv