November 6, 2024, 12:37 pm
শিরোনাম :
সাঁথিয়া নানা অভিযোগ তুলে প্রধান শিক্ষকের প্রতি অনাস্থা শিক্ষক-কর্মচারীদের বড়াইগ্রামে অনুমতি ছাড়াই ৫০টিরও বেশি গাছের ডালপালা কাটার অভিযোগ পাবনায় যুবদল নেতা রায়হানের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরন ও দোয়া অনুষ্ঠিত সিংড়ায় চেকপোস্ট পরিচালনা করে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-৩ ছাতকে ভারতীয় ৭২ বোতল মদ ও ট্রাক সহ ১৫০ বস্তা ভারতীয় চিনি আটক, গ্রেফতার-৩ বাগাতিপাড়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠান। রূপপুর রেলপথ উদ্বোধনের ২২ মাসেও ব্যবহার হয়নি বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে অবৈধ বাঁশের বাঁধ অপসারণ। নাটোরের বাগাতিপাড়ায় ঘাস মারার বিষ খেয়ে এক নারীর আত্মহত্যা । ছাতকে নামাজি শিশুদের  মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন লতিফিয়া স্টুডেন্ট ও যুব ফোরাম

বড়াইগ্রামে অনুমতি ছাড়াই ৫০টিরও বেশি গাছের ডালপালা কাটার অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে সড়ক ও জনপথ বিভাগের অনুমতি ছাড়াই ৫০ টি’ র বেশি গাছের ডালপালা কেটে বিক্রির অভিযোগ উঠেছে ভবানীপুর কৃষি খামারের কর্মকর্তা মোঃ মাহবুব ইসলামের বিরুদ্ধে । পার্শ্ববর্তী লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ আওতাধীন ভবানীপুর কৃষি খামার এলাকায় বনপাড়া-লালপুর সড়কের গাছের ডালপালা কেটে বিক্রি করেন তিনি।
এ বিষয়ে মাহবুব ইসলামের সাথে কথা বললে তিনি দাবি করেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানিয়ে তিনি গাছের ডালপালা কেটেছেন। তবে এ বিষয়ে তিনি কোনো লিখিত অনুমতি বা তথ্যপ্রমাণ দিতে পারেননি‌। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা শেষ না করেই অফিস থেকে বের হয়ে দ্রুত পালিয়ে যান।
এ ব্যাপারে নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান, গাছের ডালপালা কাটার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, স্থানীয়রা জানান, কৃষি খামারের বিভিন্ন সেক্টরে ব্যবস্থাপক মাহবুব ইসলাম দুর্নীতির সাথে জড়িত রয়েছে, তারা তদন্ত পূর্বক শাস্তির দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা