October 12, 2024, 4:00 pm
শিরোনাম :
ছাতকে নামাজি শিশুদের  মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন লতিফিয়া স্টুডেন্ট ও যুব ফোরাম বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির মেহেরপুরে পরিবেশক ঐক্যের বনভোজন অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।  নড়াইল পহরডাঙ্গা বিএনপি মতবিনিময় সভা লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে মহা অষ্ঠমীতে কুমারী পূজা, হাজারো দর্শণার্থীর ভিড় মৌলভীবাজারের সাতটি উপজেলায় এক হাজার তিনটি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারো।রহিম বাদশার।দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ।

বাগাতিপাড়ায় চাঞ্চল্যকর জবাই করে স্ত্রী হত্যা মামলায় ঘাতক স্বামী – আসমত’কে গ্রেফতার  করছে র‍্যাব।

 বাবু বিশেষ প্রতিনিধি :-

নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী সুফিয়া বেগমকে জবাই করে  হত্যা মামলার আসামী  স্বামী আসমত আলী কে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব জানান এজাহার সূত্র জানা যায়, মামলার ভিকটিম সুফিয়া বগম (৪০) এর সাথ আসামী মাঃ আসমত (৫৫), পিতা-মত আতাহার আলী মুনা, সাং-হাপানিয়া, থানা-বাগাতিপাড়া, জেলা-নাটার এর প্রায় ১৮বছর পূর্ব ইসলামী শরিয়া মাতাবক বিবাহ হয়।
বিবাহর পর হতে আসামী ভিকটিম কে মানসিক ও শারীরিক অত্যাচার কর আসছে।


আসামী তার গ্রামে আম, কাঠাঁল, সবজিসহ আরও ছোট খাটো চুরি করে বাসায় নিয়ে আসতো।
একটি চুরির ঘটনা নিয়ে ইং-২৮/০৬/২০২৪ তারিখ জামনগর ইউনিয়ন পরিষদ শালিস হওয়ার কথা থাকলে ভিকটিম তার স্বামীকে বলে “তুমি য অপকর্ম করছো তার সাক্ষী আমি নিজে দিবো।
এই কথা বলার কারনে আসামীর সাথে ভিকটিমের কলহের সৃষ্টি হয় এবং এই কলহর জের ধরেই ইং-২৭/০৬/২০২৪ তারিখ বৃহস্পতিবার  রাত্রি অনুমান ১০.৫০ ঘটিকা হতে ইং-২৮/০৬/২০২৪ তারিখ শুক্রবার   অনুমান ০৫.১৫ ঘটিকার মধ্যে  বাগাতিপাড়া থানাধীন হাপাঁনিয়া গ্রামে আসামী তার নিজ বসতবাড়ীর শয়ন ঘরে পূর্ব-পরিকল্পিত ভাবে অজ্ঞাতনামা ২/৩ জনসহ ভিকটিমের গলা কেটে জবাই করে হত্যা করে।
হত্যার পর আসামী তার মেয়ে আসমানী (৮) কে নিয়ে অন্যান্য অজ্ঞাতনামা আসামী সহ পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের ভাই মো: কুরবান আলী (৩৯), পিতা-মৃত: ছাবেদ মাল, গ্রাম -জামনগর পশ্চিমপাড়া, থানা-বাগাতিপাড়া, জেলা-নাটার ইং-২৮/০৬/২০২৪ তারিখে বাদী হয় বাগাতিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব আরও বলেন, জবাই করে হত্যার বিষয়টি স্থানীয়  লোকজনের মধ্য ব্যাপক আলাড়ন ও চাঞ্চল্যর সৃষ্টি করে এবং ঘটনার পর পরই আসামী মো: আসমত (৫৫), পিতা-মৃত:- আতাহার আলী মুনা, গ্রাম -হাপাঁনিয়া, থানা-বাগাতিপাড়া, জেলা-নাটোর আত্মগোপন  চলে যায়।

ওই হত্যার ঘটনায় তদন্তকারী  অফিসার আসামী কে গ্রেপ্তারের  জন্য সিপিসি-২, নাটোর, র‍্যব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করন।
তৎপ্রক্ষিত র‍্যাব গোয়েন্দা  নজরদারী বৃদ্ধিসহ ছায়া তদন্ত  শুরু করে।
র‍্যাব-৫, নাটোর ক্যাম্প গোয়েন্দা  তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যম ঘটনার সাথ জড়িত আসামীর অবস্থান  সনাক্ত পূর্বক জানতে পারে র‍্যাব এজাহারনামীয় আসামী মো: আসমত (৫৫) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামার চর এলাকায় অবস্থান  করছে।

তৎপ্রক্ষিতে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহী এবং র‍্যাব-১২, সিরাজগঞ্জ যৌথ  অভিযান পরিচালনা করে ইং ২৮/০৬/২০২৪ তারিখ শুক্রবার  সকাল ০৪.৪০ ঘটিকায় নাটোর জেলার বাগাতিপাড়া থানার মামলা নং-১২, তারিখ-২৮/০৬/২০২৪ শুক্রবার ধারা-৩০২/৩৪ প্যানেল কোড  ১৮৬০ এর এজাহারনামীয় আসামী মো: আসমত (৫৫), পিতা-মৃত- আতাহার আলী মুনা, গ্রাম গ্রাম -হাপাঁনিয়া, থানা-বাগাতিপাড়া, জেলা-নাটোর’কে উক্ত স্থান  হতে গ্রেপ্তার করা হয়।

উপরাক্ত ঘটনায় গ্রফতারকত আসামীক নাটার জেলার বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা