December 17, 2024, 2:18 pm
শিরোনাম :
বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ বাগাতিপাড়ায় মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি ‎বাঘায় নানা আয়োজন ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন ‎ ‎। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীতে কৃষকদলের ফুলের শ্রদ্ধা নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত লালমাটির দেশ বাঁকুড়ায় শুরু হয়েছে পিঠা পুলি উৎসব রাজশাহী বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত। শিবচর প্রেস ক্লাব’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত ও শ্রদ্ধা নিবেদন করেন সরকারি জমি অধিগ্রহণ ও দখল এবং বেআইনি অধিগ্রহণ বিরুদ্ধে পি সি সি র সারা রাজ্যে বি এল আর ও ঘেরাও বিরলে গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা সেফ এনজিও  নামের কথিত প্রতিষ্ঠান 

বাগাতিপাড়ায় মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে গুলি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি.
নাটোরের বাগাতিপাড়ায় রাতের আধারে আব্দুর রশিদ চৌধুরি নামে এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রশিদ দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
ভুক্তভোগী বিএনপি নেতা রশিদ চৌধুরি জানান, রাত ১ টার দিকে তার পরিবারের সবাই গভীর ঘুমে ছিলেন। হঠাৎ বিকট গুলির শব্দে ঘুম ভেঙ্গে যায়। গুলির শব্দ শুনে বাড়ির সবাই ছুটাছুটি শুরু করে। কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় জয়ন্তিপুর বাজারের নাইট গার্ডের বরাত দিয়ে ওই নেতা আরো জানান, দুই মোটর সাইকেল যোগে মোট ৬ জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়। পরে থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনা স্থল থেকে দুটি পিস্তলের তাজা গুলি ও ৭ টি খোসা উদ্ধার করেন।
এঘটনায় ওই নেতার বাড়ির থাই গ্লাস ও ওয়াল ফুটো হয় এবং জানালার গ্রিল বাকা হয়। আতঙ্ক ছড়ানোর জন্য তার বসতঘরের কাঁচের জানালায় গুলি চালানো হয়েছে বলে ধারণা ভুক্তভোগী বিএনপি নেতার। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতাও কামনা করেন তিনি।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমিনুল হক জানান, খবর পেয়ে রাতেই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা