বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়,এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৫ই মার্চ) আনুমান সকাল ৭ টার দিকে উপজেলার কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে জানা যায়।
এঘটনায় স্কুল ছাত্রীর নানা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়
উপজেলা জামনগর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার নানার বাড়ি থেকে পড়া লেখা করতো স্কুল ছাত্রী। বর্তমানে সে কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ালেখা করছেন।
কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় কৈপুকুরিয়া পশ্চিম মেরির চর এলাকার নূর মোহাম্মদের ছেলে আজিজুর রহমান (১৭) রাস্তাঘাটে চলার পথে বিভিন্ন সময় প্রেম ভালোবাসার প্রলোভন দেখিয়ে ওই স্কুল ছাত্রীকে উত্যক্ত করতো।
এমত অবস্থায় ৫ই ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে ওই স্কুল ছাত্রী কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা অভিযুক্ত আজিজুর রহমান স্কুলছার্থীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় সিএনজিযোগ কোথায় যেন নিয়ে চলে যায় বলে দাবি ওই ইস্কুল ছাত্রীর পরিবার।
ওই স্কুল ছাত্রী আর বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে ছাত্রীর নানা হাবিল উদ্দিন বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সন্ধায় (৫ মার্চ) লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি দায়িত্বরত এসআই আশিস সান্যালকে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্ত করছেন।
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv