সাদেকুল ইসলাম সুবেল, বিরল(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিরল উপজেলার সমন্বয়কের আয়োজনে শান্তি ও ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট (শুক্রবার) বিকাল ৪, টায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্যেদিয়ে শান্তি ও ঐক্য সমাবেশ এর শুরু হয় পরে শহিদ মিনার চত্বর থেকে বিশাল এক শান্তি মিছিল নিয়ে বিরল পৌরশহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে পূনরায় শহীদ মিনারে এসে ঐক্য সমাবেশে এসে উপস্থিত হয়। এসময় ঐক্য সমাবেশে বক্তব্য রাখেন-মো: ফজলে রাব্বী, রেজওয়ান, মোস্তাফিজুু রহমান (মস্তা, মোকাম্মেল হোসেন, মুজাহিদ, আরিফ হোসেন, হাবিব।। এছাড়াও উপস্থিত ছিলো উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের, ভার্সিটির ছাত্রছাত্রী ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ। সমাবেশে বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়করা বিরলে কোন রকম বিশৃঙ্খলা না করা হয় সেজন্যে সকলের কাছে আহবান করে বলেন, আমরা সব সময় বিশৃঙ্খলাকারীদের হামলা প্রতিহত করার প্রতিশ্রুতি দিচ্ছি। আরও আমাদের সংগ্রাম ছিল মুক্তির ও স্বৈরাচার নিপাতের। আমরা এখন তা পেয়েছি। এই মন্তব্য করে ছাত্রজনতাকে এক কাতারে থেকে কাজ করার আহ্বান করেন ছাত্ররা। শিক্ষার্থীরা স্বাধীনতা রক্ষায় তাদের ভূমিকা উল্লেখ করে আগামীতেও বলিষ্ট ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। শেষে নতুন এই অর্জন করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন শিক্ষার্থীরা। উল্লেখ: ৭ আগষ্ট (বুধবার) সকাল ১০,টার দিকে বিরল উপজেলাকে আবার নতুন করে গড়ে তুলি শ্লোগানে পৌরশহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে বিরলকে একটা নতুন রুপ দেয়ার আহবান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করেন। কর্মসূচি চলাকালীন সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে এবং মুহুর্তে উপজেলার সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠে। শিক্ষার্থীদের মহতী এ উদ্যোগকে সাধুবাদ জানায় সচেতন মহলের নেতৃবৃন্দ।