সাদেকুল ইসলাম সুবেল বিরল(দিনাজপুর)
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিত দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। ২ মে ২০২৪ বৃহস্পতিবার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক হস্তান্তর করেন। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় (মটর সাইকেল), উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট সূধীর চন্দ্র শীল (দোয়াত কলম), বর্তমান চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান (আনারস), উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রাণীপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আজম (ঘোড়া), ভাইস চেয়ারম্যান পদে মোঃ তোফাজ্জল হোসেন (মাইক), মোঃ আমিনুল ইসলাম (টিউবওয়েল), মোঃ আব্দুল হালিম (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা (পদ্মফুল), সুলতানা ইয়াসমিন রুমুন (ফুটবল) ও মোছাঃ তছলিমা বেগম (হাঁস) প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা নির্বাচনী এলাকায় মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ শুরু এবং ভোটারগণের নিকট নিজ নিজ প্রতীকে ভোট কামনা করছেন।