October 12, 2024, 12:22 pm
শিরোনাম :
ছাতকে নামাজি শিশুদের  মধ্যে বাইসাইকেল বিতরণ করলেন লতিফিয়া স্টুডেন্ট ও যুব ফোরাম বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি। মধুপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বপন ফকির মেহেরপুরে পরিবেশক ঐক্যের বনভোজন অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত।  নড়াইল পহরডাঙ্গা বিএনপি মতবিনিময় সভা লোহাগড়া থানা কর্তৃক ১৩ (তের) জন আসামি গ্রেফতার শ্রীমঙ্গলে মহা অষ্ঠমীতে কুমারী পূজা, হাজারো দর্শণার্থীর ভিড় মৌলভীবাজারের সাতটি উপজেলায় এক হাজার তিনটি পূজামন্ডপে মহা সপ্তমী পূজা পালন হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারো।রহিম বাদশার।দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ।

বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি।

 

হাফিজুর রহমান।

রাজারহাট উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।

রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের,ফুলবাড়ি উপনচৌকি মৌজার, রফিক মিয়ার পুত্র।
শাহিন আলম (৩০) রাজারহাট উপজেলা খাদ্য গুদামে কুলির কাজ করে।
তার নিজস্ব “Sahin Alom”ফেসবুক পেজে। বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি (গালি) দেওযার।১২/১০/২০২৪ইং।সকাল৯টা ৩৬ মিনিটে
পোস্ট করেন।
ঐ মুহুর্তে যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টা ছড়িয়ে পড়লে তা ব্যাপক আকার ধারন করে।
পরে, এলাকাবাসী ও আলেম ওলামাগন শাহিন আলমের বাড়ি ঘিড়ে রাখে।
পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরকম ন্যাক্কারজনক ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আলেম-ওলামাগণ মোটরসাইকেল শোডাউন রাজারহাট বাজার প্রদক্ষিণ করেন।
স্লোগানের স্লোগানে বলেন।
“”বিশ্বনবীর অপমান মানি না মানবো না””
দ্রুত শাহিন আলমকে,
আইনের আওতায় এনে বিচার কার্যকর করতে হবে।
আর যাতে কোন ব্যক্তি এ ধরনের করার সাহস না পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা