FB.তথ্য :- বনি আমিন।
ফিলিপাইনের ম্যানিলা শহর থেকে ৪০ কিঃমিঃ দূরে ‘হুন্ডি শহীদ’ যে নুতন বিলাসবহুল বাড়িটি করেছে বনি আমিন সেই বাড়িটি সচক্ষে দুই বছরে পরপর দুবার গিয়ে দেখে এসেছে, বাড়িটির ‘সামনে – পেছনে’ এবং ড্রোন দিয়ে উড়িয়ে ভিডিও করা হয়েছে। বনি আমিনের সাথে একান্তে সেই বাড়ীর সামনেই শেখ শহিদুল (ভাঙা উপজেলা, ফরিদপুর) এর সাথে ভিডিও রেকর্ডে অনেক কথা হয়েছে ২০২২ এবং ২০২৩ সনে। বাড়িটি ছিল সদ্য বিগত ‘পুলিশের ডাক্তর’ অর্থাৎ বেনজীর থেকে উপহার। বাড়িটির বাংলাদেশী ‘শেখ নোট’ হিসেবে মূল্য তিন কোটি। ম্যানিলা শহরে সকলে এক নামেই সেই ব্যাক্তিকে ‘হুন্ডি শহীদ’ নামেই চেনে। আন্তর্জাতিক হুন্ডি ব্যাবসায় প্রখ্যাত শহিদুল হক ব্যাক্তিগত কাজে যে বিলাসবহুল গাড়িটি চালায় তা ম্যানিলা শহরে আজোবদি কোন বাংলাদেশী চালায়নি। বনি আমিনের সাথে ভিডিওতে একান্তে সাক্ষাৎকারের সময় অনেক নাজানা তথ্য বেরিয়ে এসেছিল। ভিডিওটি কুয়েত থেকে আমাদের একজন টিম মেম্বার কাটছাঁট এডিট করছে। পুরো টিমের সর্বসম্মতিক্রমে ‘এপ্রুভ’ হলে ভিডিওটি ‘হজ-শরীফে’র পরেই প্রকাশ হবে। উল্লেখ্য ফিলিপাইনের সেই শেখ শহীদ এখন মক্কায় হজ-শরীফ পালন করতে গিয়ে দরবেশ সোলেমান রহমানের সাথে এহতেকাফে আছে। তারা দুজন একই সাথে মক্কায় অবস্থান করছে। পবিত্র হজ-শরীফ শেষ করে শহীদ ফিলিপাইনে ফেরার পরেই আমরা তার ইন্টারভিউটা প্রকাশ করবো। আল্লাহ বলেছে কেউ হজ-শরীফ করার সময় তাকে কোন বিরক্ত করা যাবে না। অপেক্ষা করুন। ধন্যবাদ