মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলা পরিবেশক ঐক্যের বার্ষিক বনভোজন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর), বিকেল ৩ টার দিকে মেহেরপুর সদর উপজেলার সিংহাটি এলাকার হারদা বিলের পাড়ে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
বনভোজন উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
গাংনী উপজেলা পরিবেশক ঐক্য আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিবেশক ঐক্যের সভাপতি আবুল কালাম।
সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রিপনের সঞ্চালনায় এসময় ঐক্যের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রব, মোশারফ হোসেন, কে এম শামসুজ্জামান, জিনারুল ইসলাম, আসাদুজ্জামান স্বপন, আকরাম হোসেন, উপজেলা পরিবেশক ঐক্যের সহ-সভাপতি কাওছার আলী, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান, কোষাধাক্ষ রুবেল হোসেন, প্রচার সম্পাদক আলেক উদ্দিন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, রকিবুজ্জামান, সদস্য লিখন, শফিকুল ইসলাম, আব্দুস সামাদ, মামুন, মাইনুল ইসলাম, আমিনুল ইসলাম, টকি, রফিকুল ইসলাম, রিজুল ইসলাম, মিরাজুল ইসলাম, গোলাম কিবরিয়া, মামুন, গাদ্দাফী, সবুজ, দুলাল, আজাদ, আওকাত হোসেন, আখতারুজ্জামান,আব্দুস সামাদ লিটন, আসাদুল হক ও আলামিন উপস্থিত ছিলেন।
এর পূর্বে বাদ জুম্মা গাংনী থেকে হারদা বিলের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওয়ানা দেন গাংনী উপজেলা পরিবেশক ঐক্যের সদস্যরা। হারদা বিলে পৌঁছানোর পর রান্না-বান্নার কাজ, নৌকা চড়া, ঘোরাঘুরি, সাংস্কৃতিক অনুষ্ঠান পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপস্থিত সকল সদস্যের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও সকলে একত্রিত হতে পেরে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। একই সাথে আগামীতেও একত্রিত হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।