মীর ইমরান -মাদারীরপুর প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শিবচর প্রেস ক্লাব'র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় শিবচর প্রেস ক্লাব'র পক্ষ থেকে টিএন্ডটি মোড় শিবচর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ'র কেন্দ্রীয় পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিন দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রেস ক্লাব'র কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,শিবচর প্রেস ক্লাব'র সভাপতি এসএ টিভি জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন শিবচর প্রেস ক্লাব'র সাধারণ সম্পাদক আজকের দর্পন, বাংলা এফ এম'র জেলা প্রতিনিধি মীর ইমরান।
এসময় উপস্থিত ছিলেন, শিবচর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক এই বাংলা হাজী মোঃ ছাইদু্জামান নাছিম,সহ-সভাপতি রূপালী বাংলাদেশের শিবচর প্রতিনিধি মোঃ বজলুর রহমান, চ্যানেল ২১ এর শিবচর প্রতিনিধি অপূর্ব চৌধুরী জয়,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক যুগান্তরের শিবচর প্রতিনিধি মোঃ রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সংগ্রাম ' র শিবচর প্রতিনিধি মোঃ আবু রায়হান সাংগঠনিক সম্পাদক, ডেইলি ট্রাইব্যুনাল শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ আলিম শিকদার হৃদয়,দপ্তর সম্পাদক,রাজধানী টিভি শিবচর উপজেলা প্রতিনিধি মোঃ জাবেদ মাহামুদ জুয়েল, কোষাদক্ষ্য দৈনিক অর্থনীতি মাদারীপুর জেলা প্রতিনিধি রাজু আহমেদ খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বঙ্গ টিভি রবিন চৌধুরী, প্রচার সম্পাদক চ্যানেল এস এর শিবচর প্রতিনিধি নাজমুল হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরা মোঃ সাইদুর রহমান সওকতসহ শিবচর প্রেস ক্লাব'র ২৫ জন বৃন্দরা,
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv