সেলিম মাহবুব,সিলেট:
রবিবার শিলাবৃষ্টিতে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ১২ টি গ্রামের হাজারো টিনের ঘর বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রবিবার (৫ মে) বিকালে শিলাবৃষ্টির সময় এসব ক্ষয়ক্ষতি হয়। বাংলাবাজার ইউনিয়নের চৌধুরী পাড়া, মৌলার পাড়, কলোনি, বাঁশতলা, নতুন বাঁশতলা, ঝুমগাও, পেকপাড়ায় বেশি ঘরবাড়ির ক্ষতি হয়েছে। কলোনি গ্রামের মাহমুদ আলী বলেন, ভারি-ভারি শিল পড়ে টিনের চালায় অসংখ্য বড়-বড় ছিদ্র হয়ে গেছে। বৃষ্টির সঙ্গে শিলা একেকটি তিন থেকে চার'শ গ্রাম ওজনের ছিলো। বাঁশতলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া (৮০) বলেন, কখনো এতো বড় শিল পড়তে দেখেননি তিনি। হকনগর বাজারের ব্যবসায়ী আনোয়ার ভুঁইয়া জানান টিনের তৈরি বাজারের প্রায় অর্ধ শত ব্যবসা প্রতিষ্ঠান শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টির পানিতে দোকানে থাকা মালামাল ভিজে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতি গ্রস্থ হয়েছেন। সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ভুইয়া ও ধন মিয়া বলেন, শিলা বৃষ্টিতে বাঁশতলা অঞ্চলের অধিকাংশ টিনের ঘর নষ্ট হয়ে গেছে।বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান রোটারিয়ান আবুল হোসাইন জানান, ইউনিয়নের বাঁশতলা এলাকায় রবিবারের শিলা বৃষ্টিতে সহস্রাধিক টিনের তৈরি স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে।##
সম্পাদক: মো: আব্দুল আল্ রাকিব।
হেড অফিস:- জামনগর বাজার, বাগাতিপাড়া,নাটোর।
প্রকাশক:- মো: রাজিবুল ইসলাম বাবু,
মোবাইল নম্বর:-০১৩১০-৩২১ ৩০৬.
বার্তা সম্পাদক :- নিরেন দাস
০১৯১৭-২১১১১২
E-mail:- crimewatchbanglatv.com
E-mail :- razibulislam0121@gmail.com
আইন উপদেষ্টা এ্যাডভোকেট মো: ময়নাল ইসলাম।
জজ কোর্ট নাটোর।
০১৭১৭-৬৭৬ ৯৭৬.
০১৩১২-৬৭৬ ৯৭৬.
বানিজ্যিক কার্যালয় গুলশান-১ ঢাকা।
crimewatch24banglatv