কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সভাপতি শ্রী শুভঙ্কর সরকার নির্দেশিত পূর্ব ঘোষণা অনুযায়ী সারা পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় বি এল আর ও ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির মধ্যে দিয়ে পশ্চিম বাংলা সরকারের আগাম সতর্কতা দিতে চাইছে যে দিনের পর দিন যে ভাবে সরকারি জমি অধিগ্রহণ ও প্রোমোটারি এবং দখল এবং কেনাবেচা হচ্ছে তাতে আগামী দিনে সরকারি জমি সরকারের হাতের বাইরে চলে যাবে।
এবং যে ভাবে সরকারি জমি অধিগ্রহণ করে তাতে বেআইনি নির্মাণ করা এবং কেনাবেচা হচ্ছে তাতে সরকারি জমি জমি মাফিয়াদের হাতে চলে যাবে। কারণ পাকা রাস্তা র ধারে এবং পতিত সরকারি জমির উপর বেআইনি নির্মাণ ও প্রোমোটার দ্বারা পরিচালিত হচ্ছে। এমন হতে থাকলে সরকারি জমি বেসরকারি ও প্রোমোটারের কাছে বিকিয়ে যাবে। অদূর ভবিষ্যতে এই জমি উদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে। বর্তমান সরকারের উদাসীনতার কারণে এবং শাসক দলের নেতা ও কর্মীদের দ্বারা পরিচালিত প্রোমোটারের কাছে বিকিয়ে যাচ্ছে এই মূল্যবান সরকারি জমি ও সম্পত্তি।এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।আজ সারা পশ্চিম বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পশ্চিম বাংলার পাহাড়ের চূড়ায় অবস্থিত কালিম্পং থেকে শুরু করে বঙ্গোপসাগরে কূলে অবস্থিত সাগর ব্লক পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ পুরুলিয়া সরকারি জমি অধিগ্রহণ ও প্রোমোটারি এবং বেআইনি দখল এর বিরুদ্ধে ঝালদা র বি এল আর ও তে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভারতের জাতীয় কংগ্রেস প্রবীণ নেতা ও সাবেক বিধায়ক শ্রী নেপাল মাহাতো ও দার্জিলিং এ বিভিন্ন বি এল আর ও তে বিক্ষোভ কর্মসূচি পালন করেন পশ্চিম বাংলার বিধান সভা র সাবেক বিধায়ক শ্রী শঙ্কর মালাকার ও হাওড়া তে বিক্ষোভ কর্মসূচি তে উপস্তিত ছিলেন সাবেক বিধায়ক ও ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা অসিত মিত্র ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক বি এল আর ও তে বিক্ষোভ কর্মসূচি পালন করেন পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সাধারণ সম্পাদক শ্রী আশুতোষ চ্যাটার্জি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জাতীয় কংগ্রেসের সভানেত্রী ও জননেতা সাবেক প্রায়ত বিধায়ক আবুল বাশার লস্করের স্ত্রী এবং উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত এর প্রধান মাসকিনা মমতাজ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জাতীয় কংগ্রেসের নেতা আব্দুর রাজ্জাক সাহেব উত্তর কুসুম অঞ্চল কংগ্রেস এর সভাপতি মনজুর আলম মিস্ত্রি সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।।